মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলি হামলায় লেবাননে একদিনে ৪৯২ নিহত

ইসরাইলের নজিরবিহীন বিমান হামলায় লেবাননে এক দিনেই প্রাণ গেছে ৪৯২ জনের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ শিশু ও ৫৮ জন নারী আছেন। আহত দেড় হাজারের বেশি মানুষ।

সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এরইমধ্যে স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুঁড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহ গোষ্ঠী সক্রিয় আছে, এমন সব এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরাইলের সামরিক বাহিনী।

এদিকে, লেবাননের অবস্থা গাজার মতো হবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ মহাসচিব। দু'পক্ষকে যুদ্ধ বন্ধ করে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর