গোপনীয়তা নীতি

আমরা ‘এখন টেলিভিশন, স্পাইস টেলিভিশন লিমিটেড’ অত্যন্ত সতর্কভাবে গোপনীয়তা নীতি অনুসরণ করি। ব্যবহারকারী বা দর্শক-পাঠক ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার পাশাপাশি আমাদের প্রকাশিত তথ্য কীভাবে এবং কোথায় ব্যবহার করতে পারবে সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই।

প্রথমত, ‘এখন টেলিভিশন’ ওয়েবসাইটে যারা ভিজিট করেন বা ব্যবহার করেন, তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে যারা ওয়েবসাইট ও কন্টেন্ট দেখেন, তাদের পরিচয়, মোবাইল নম্বর, ফেসবুক-ইমেইল আইডি, বয়স, ঠিকানা কিংবা সরবরাহকৃত সব তথ্যে গোপনীয়তা অবলম্বন করা হয়। তবে কিছু ক্ষেত্রে আমরা তথ্য বিশ্লেষণের স্বার্থে ব্যবহার করি, যেমন সাইটের মানোন্নয়নে তথ্যের প্রয়োজন পড়ে।

দ্বিতীয়ত, সাইটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সরবরাহকৃত প্রকাশিত তথ্যের ব্যাপারে আমাদের পক্ষ থেকে নিশ্চয়তা দেয়া হবে না। যেমন, পাঠকের মন্তব্য বা অভিমতের বিষয়টি তার একান্তই ব্যক্তিগত বিষয়। ফেক বা অননুমোদিত ব্যবহারকারীর ব্যাপারে আমরা অবশ্যই নীতিগত ও অফিসিয়াল ব্যবস্থা গ্রহণ করব। তবে ব্যবহারকারীকে তথ্য প্রকাশের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি নিজেকেই নিতে হবে।

তৃতীয়ত, এখন টেলিভিশনের ওয়েবসাইটে পণ্য ও সেবার বিজ্ঞাপন প্রদর্শনের অনুমতি রয়েছে। বিজ্ঞাপনের বিষয়বস্তুতে সীমাবদ্ধতা, ভুল বা সর্বজন গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। তবে সেক্ষেত্রে তার দায়ভার আমরা নেব না। এটা পুরোটাই বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের ওপর বর্তাবে।

চতুর্থত, এখন টেলিভিশনের ওয়েবসাইট বা কন্টেন্ট মূলত প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য, শিশুদের জন্য প্রযোজ্য হবে না। এমনকি শিশুদের ব্যক্তিগত তথ্যও আমরা সংরক্ষণ করি না। তবে কন্টেন্ট নির্বাচন বা প্রকাশের ক্ষেত্রে শিশুদের মনোজাগতিক বিকাশ ও সহিষ্ণুতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়।

পঞ্চম, এখন টেলিভিশন কখনোই ব্যবহারকারীর কুকির তথ্য বা ডেটা সংরক্ষণ করে না। এক্ষেত্রে যদি অন্য কেউ কোনো পাঠক বা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে থাকে, তার দায়ভার আমাদের থাকবে না।

ষষ্ঠ, বাণিজ্যিক বা কোনো অসৎ উদ্দেশ্যে ‘এখন টেলিভিশন’এর কোনো কন্টেন্ট ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ এবং কপিরাইট লঙ্ঘন। সেজন্য কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আমাদের কন্টেন্ট কেবল সংবাদ বা তথ্য হিসেবে অলাভজনক কাজে ব্যবহার করা যাবে। এছাড়া এখন টেলিভিশনের সমস্ত বিষয়বস্তু বাংলাদেশ কপিরাইট আইন ও মেধাস্বত্ব আইন দ্বারা সংরক্ষিত।


Privacy Policy

We `Ekhon Television, Spice Television Limited' follow privacy policy very carefully. In addition to protecting the privacy of users' or visitor’s personal information, we want to state how and where they can use our information.

First, we are committed to protecting the personal information of those who visit or use Ekhon Television’s website. Especially our content and web users' identity, mobile numbers, Facebook IDs, ages, addresses, and all information are kept confidential. However, in some cases, we use the information for only analytical purposes, such as survey-based information or research.

Second, we do not make any guarantees regarding published information provided by users on our site or social media comment box. As such, the reader's comments or opinions are his/her matter. We must take ethical and official action against fake or unauthorized users. However, the user will take the risk of disclosure of information.

Third, Ekhon Television can display advertisements for products and services on its website. Advertising content may contain limitations, and inaccuracies or may not be universally accepted. But we will not take this responsibility in that case. It will be responsible for only the advertising agency or company.

Fourth, Ekhon Television's website or content is intended for adult readers, not for children. We don’t even store children's personal information. However, children's psychological development and tolerance are given utmost importance in our selection and publishing of content.

Fifth, Ekhon Television never stores cookie information or data of users. In this case, we will not be responsible if an unauthorized user collects any reader or user’s information.

Sixth, using any content of `Ekhon Television' for any commercial or dishonest purpose is strictly prohibited and a violation of copyright. Therefore, the authorities will be bound to take legal action. Our content may be used for only non-profit purposes, such as news or information interest. Besides, now all content of television is protected by the Bangladesh Copyright Act and Intellectual Property Act.