এশিয়া
বিদেশে এখন
0

অ্যান্টনি ব্লিংকেনের সফরের মধ্যেই গাজায় হামলা বাড়িয়েছে আইডিএফ

লেবাননে স্থল অভিযান শুরুর পর বুধবার রাতভর বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। অন্যদিকে হিজবুল্লাহ ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেল আবিব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরাইল সফরের মধ্যেই গাজার উত্তরাঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে আইডিএফ। সীমান্তে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট।

ফিলিস্তিনের উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবির থেকে এভাবেই পালিয়ে যাচ্ছে গাজার সাধারণ মানুষ। শরণার্থী শিবিরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়ে আবার সেই ভিডিও প্রকাশ করেছে খোদ ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর দাবি, এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সশস্ত্র যোদ্ধাদের। হাসপাতাল আর শরণার্থী শিবিরে অভিযান চালানোয় বেইত লাহিয়া শহর থেকেও পালাচ্ছেন বাসিন্দারা।

ফিলিস্তিনের বাসিন্দাদের মধ্যে একজন জানান, বোমা হামলা হচ্ছে, তাই পালিয়ে যাচ্ছি। শহীদদের লাশ পড়ে আছে। জানি না কোথায় যাবো। আমরা মারা যাচ্ছি, কেউ সহযোগিতা করছে না।

পুরো গাজা উপত্যকার পরিস্থিতিই ভয়াবহ। দক্ষিণাঞ্চলের খান ইউনিসজুড়ে দেখা দিয়েছে খাবারের জন্য হাহাকার। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতেও অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। পুরো ভূখণ্ডে ইসরাইলি সেনা অভিযানে উপত্যকায় প্রবেশ করতে পারছে না ত্রাণের বহর। ফলে, দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

গাজায় স্থানীয়দের মধ্যে একজন জানান, বাজারে কিছু নেই । তেল, চিনি, চা পাতা, সবজি কিছুই নেই । এক প্যাকেট রুটির জন্য দাঁড়িয়ে আছি সকাল থেকে।

আরও একজন জানান, সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাচ্চারা একা থাকে। আমি আসি ওদের জন্য এক প্যাকেট রুটি নিতে। এই যুদ্ধে দৌড়াতে গিয়ে আমি ক্লান্ত ।

জাতিসংঘ বলছে, ইসরাইল আর হামাসের এই যুদ্ধ গাজা উপত্যকাকে নিয়ে গেছে ৭০ বছর পেছনে। ফিলিস্তিনের অর্থনীতি বিপর্যস্ত হওয়ার পাশাপাশি গাজার পুরো জনগোষ্ঠী এখন দরিদ্র।

এদিকে গাজা উপত্যকায় অভিযানের পাশাপাশি লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল। বৈরুতের দক্ষিণাঞ্চলে রাতভর বিমান হামলা চালিয়েছে আইডিএফ। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই ১৭ বার হামলা হয়েছে বৈরুতে। জবাবে হিজবুল্লাহও পাল্টা রকেট হামলা চালিয়েছে। কোনোভাবেই দেশে নিরাপদ বোধ করতে পারছে না লেবাননের সাধারণ মানুষ।

লেবাননের সাধারণ মানুষেরা জানান, আমি শুধু শান্তি চাই । সব ব্যবসা বন্ধ হয়ে গেছে বোমা হামলায় যে ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো আবারও কে তৈরি করবে?

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনকে হত্যার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা এখন চরমে। এরমধ্যে আবারও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরাইলকে যুদ্ধ চালিয়ে যেতে অস্ত্র সহায়তা দিয়ে গেলেও ব্লিংকেন বলেন, গাজায় ইসরাইলি বসতি স্থাপন সমর্থন করে না যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, 'গাজায় ইসরাইলের যেকোনো স্থাপনার বিরোধিতা জানাই আমরা। আমরা কাজ করছি যেন এই সংঘাত ছড়িয়ে না পড়ে। ইসরাইলকে বলা হয়েছে তখনই প্রতিরোধ গড়ে তুলতে যখন ইরান কিংবা সমর্থিত গোষ্ঠীগুলো ইসরাইলে হামলা করবে। যুক্তরাষ্ট্রের নীতি ভিন্ন।'

এদিকে লেবানন আর গাজায় হামলা জোরদার করে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, যেই দেশের ক্ষতি করার চেষ্টা করবে, তারই ক্ষতি হবে। তিনি বলেন, ৭ দিক থেকে ইসরাইল ঝুঁকিতে আছে, যেকোনো সংঘাতের জন্য ইসরাইলি সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রস্তুত বলেও জানান তিনি।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর