মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ভোর রাতে ইরানে ইসরাইলের হামলা

তেহরান ও কারাজসহ ইরানের কয়েকটি শহরের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল। জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) ভোরে ইরানে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য মেলেনি। দ্বিতীয় দফা হামলায় বিস্ফোরণের শব্দ শোনা যায় কারাজ থেকেও। বিস্ফোরণের পর ইরানজুড়ে বিঘ্নিত হচ্ছে ইন্টারনেট সেবা।

তবে হামলাকে অসফল বলছে খামেনি প্রশাসন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার কারণে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিকে সিরিয়াতেও হামলা চালানো হয়েছে। দামেস্ক ও হোমসসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে সানা নিউজ।

১ অক্টোবর অপারেশন ট্রু প্রমিস টু এর মাধ্যমে ইসরাইলে প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইরানকে পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়ে আসছিল নেতানিয়াহু সরকার।

এসএস