দক্ষিণ আমেরিকা

মেক্সিকোর ক্ষমতায় প্রথম নারী প্রেসিডেন্ট

প্রথমবারের মতো মেক্সিকোর ক্ষমতায় এসেছেন একজন নারী প্রেসিডেন্ট। ভোটের মাঠে এগিয়ে ছিলেন দুই নারী প্রার্থী। নির্বাচনে কারচুপির অভিযোগ আনে সম্মিলিত বিরোধী দল। নির্বাচনী প্রচারণার সময় সহিংসতায় প্রাণ হারিয়েছেন ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী।

বন্যায় ব্রাজিলে প্রাণহানি বেড়ে ১০০

ভারী বৃষ্টি ও বন্যায় ইতোমধ্যেই ব্রাজিলের আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ১২৭ কোটি মার্কিন ডলার। যা বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। এছাড়া বন্যা কবলিত রিও গ্রান্দে দো সুল রাজ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে।

তিন মাসে আমাজন নিধন কমেছে ৪০ শতাংশ

২০২৪ সালের প্রথম তিন মাসে ব্রাজিলের আমাজন বন নিধনের পরিমাণ ৪০ শতাংশ কমেছে।

দুর্নীতি তদন্তে পেরুর প্রেসিডেন্টের বাসভবনে অভিযান

রোলেক্স ঘড়ির কেলেঙ্কারিতে ফাঁসলেন পেরুর প্রেসিডেন্ট। দায়িত্ব নেয়ার পর থেকে বেড়েছে তার সম্পদ। গণমাধ্যমে তার বিলাসী জীবনের খবর প্রকাশের পর তার সম্পদ পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়। দেশটির সুপ্রিম কোর্টের অনুমতিতে তার বাসভবনে চলে অভিযান।

লাতিন আমেরিকার দেশে দেশে বাড়ছে ডেঙ্গু

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। এরইমধ্যে বছরের শুরুর তিন মাসে লাতিন আমেরিকার দেশগুলোতে প্রায় ৪৫ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় ১ হাজার।