ইরানে করা হামলা বাংকারে বসে অভিযান পর্যবেক্ষণ করলেন নেতানিয়াহু

0

ভোর রাতে ডজনখানেক যুদ্ধবিমান দিয়ে ইরানে করা হামলা বাংকারে বসে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানালেও ইরান বলছে, সব হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে। এদিকে পাল্টা হামলার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভুল্যুশনারী গার্ড ক্রপস (আইআরজিসি)।

আইডিএফের বরাত দিয়ে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ডেইজ অফ রিপেনটেন্স নামের এই অভিযানে যোগ দেয় ডজনখানেক যুদ্ধবিমান, গোয়েন্দা বিমান ও রিফুয়েলার। তিন ধাপের হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের মিসাইল প্রোডাকশন ও এয়ার ডিফেন্স ফ্যাসিলিটি। অভিযান সম্পন্নে পর নিরাপদে ইসরাইলে ফিরে এসেছে বিমানগুলো।

তেল আবিবের সামরিক ঘাঁটির বাঙ্কারে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে অভিযান পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালানো হয়েছে। ইরানকে পাল্টা হামলা না চালাতেও সতর্ক করা হয়।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, 'শুক্রবার রাতের শেষভাগে ইরানের সামরিক স্থাপনায় সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি আর্মি। সাম্প্রতিক সময়ে ইসরাইলে হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। আমরা আক্রমণ ও রক্ষণ, উভয় দিক থেকেই প্রস্তুত আছি।'

তবে তাসনীম নিউজসহ ইরানের গণমাধ্যমগুলো জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। ভিডিও ফুটেজেও পরিষ্কারভাবে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের সক্ষমতা দেখা যায়। ইসরাইলের হামলাকে ব্যঙ্গ করতে ছাদে উঠে মিসাইল খুঁজতে শুরু করেন অনেক ইরানি।

এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। কিছু ক্ষয়ক্ষতি হলেও সুরক্ষিত রয়েছে সকল সামরিক ঘাঁটিগুলো। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ইরানে বাতিল করা হয়েছে সকল ফ্লাইট। পাল্টা হামলা শঙ্কায় একই পদক্ষেপ নিয়েছে ইসরাইল। ইসলামিক বিপ্লবী গার্ড কপর্সের বরাত দিয়ে তাসনীম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলকে জবাব দিতে প্রস্তুত ইরান।

ইসরাইলের এই আক্রমণকে আত্মরক্ষা হিসেবে মন্তব্য করেছে পেন্টাগন। জানানো হয়, এই হামলায় ওয়াশিংটনের কোনো সম্পৃক্ততা ছিল না। যদিও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন কর্মকর্তা জানান, হামলার আগেই বিষয়টি যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে ইসরাইল।

এদিকে ইরানের পাশাপাশি সিরিয়াতেও চালানো হয়েছে হামলা। সানা নিউজ জানিয়েছে, রাজধানী দামেস্ক ও হোমসসহ দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনায় ঘটেছে বিস্ফোরণ। যদিও বেশ কয়েকটি মিসাইলকে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

এসএস