এখন টেলিভিশনের দর্শক, পাঠক ও ভিজিটরদের ব্যবহারের শর্তাবলীতে স্বাগত। প্রতিযোগিতা নয়, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্ধ। ব্যবহারকারী বলতে আমরা তাদেরই বুঝি- যারা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টুইটারসহ অন্যান্য মাধ্যম ব্যবহার করে আমাদের কন্টেন্ট, নিউজ, ছবি, ফটো-কার্ড, ইনফো গ্রাফ ও ভিডিও দেখেন। আমরা ধরে নেব, এখন টেলিভিশনের সব ব্যবহারকারী নির্দিষ্ট ‘ব্যবহারের শর্তাবলী’ মেনে নিয়েই তথ্য সেবা গ্রহণ করছেন।
ডিসক্লেইমার বা দায় পরিত্যাগ
এখন টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত কন্টেন্ট, ছবি, ফটো-কার্ড ও ভিডিও সংক্রান্ত তথ্য ঘটনাস্থল, সংশ্লিষ্ট ব্যক্তি, সূত্র, গবেষণা সংস্থা কিংবা প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা হয়। এক্ষেত্রে ঘটনার সত্যতা বা দায় মূলত এসব মাধ্যমের ওপর নির্ভর করে। আমরা এসব সোর্স থেকে তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করে থাকি। সেজন্য প্রকাশিত বা রেকর্ডকৃত তথ্যের দায়বদ্ধতা তাদের ওপরই বর্তাবে, এখন টেলিভিশন নেবে না। যদিও প্রত্যেকটি প্রতিবেদনে তথ্য প্রকাশে `ক্রস চেকিং`-এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। একই সঙ্গে ব্যবহারকারীর আপত্তি বা বক্তব্য গ্রহণ করা বা না করা প্রতিষ্ঠানের একান্তই নিজস্ব ব্যাপার। কোনো ব্যবহারকারীর নীতি পরিপন্থী যেকোনো কাজের বিষয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে।
মেধাস্বত্ব অধিকার
এখন টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত কন্টেন্ট, ছবি, অডিও-ভিডিও, লোগো, গ্রাফ-কার্ড, ডোমেইন নেম, পেটেন্ট, ফিচার, ট্রেডমার্কসহ অন্যান্য বৈশিষ্ট্য প্রতিষ্ঠানেরই মেধাসম্পদ। এটি ব্যবহার করে অন্য কেউ বাণিজ্যিক কোনো উদ্দেশ্য বা স্বার্থে ব্যবহার করতে পারবেন না। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কেবল ব্যবহার করা যাবে। অন্যথায় অসৎ উদ্দেশ্য এবং কন্টেন্ট বিকৃত বিবেচনায় নিয়ে এসব ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে প্রতিষ্ঠান।
নীতি ও আইনে সতর্কতা
এখন টেলিভিশন সরকারের সব আইন এবং গণমাধ্যম সংশ্লিষ্ট নীতিমালার প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব কন্টেন্টের ক্ষেত্রেও সেটি মানা হয়। ওয়েব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মন্তব্য বা প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে সেটি বজায় থাকবে বলে আমরা প্রত্যাশা করি। তবে এক্ষেত্রে কেউ যদি তা লঙ্ঘন করে থাকেন এবং আইনের আওতায় পড়েন, তবে তার দায়ভার এখন টেলিভিশন কর্তৃপক্ষ কখনো নেবে না।
কন্টেন্ট পরিবর্তন ও পরিমার্জন
এখন টেলিভিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত যেকোনো কন্টেন্ট প্রয়োজনে পরিবর্তন, পরিমার্জন বা সরিয়ে নেয়ার এখতিয়ার রয়েছে কর্তৃপক্ষের। বিষয়টি মোটেও ব্যবহারকারী-সংশ্লিষ্ট নয় বলে বিবেচিত হবে।
বিজ্ঞাপন ও তৃতীয়পক্ষের কন্টেন্ট
এখন টেলিভিশনের ওয়েবসাইট ও কন্টেন্টে যেসব বিজ্ঞাপন প্রকাশিত বা পরিবেশিত হয়, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা তৃতীয়পক্ষের তৈরি। সেজন্য ওইসব বিজ্ঞাপনের বিষয়ে দায়ভার আমাদের নয়, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান বহন করবে। বিজ্ঞাপনের কোনো তথ্য বা কন্টেন্ট ব্যবহারকারীর ওপর প্রভাব ফেললে সেটি তৃতীয়পক্ষের ওপরই বর্তাবে।