বিদেশে এখন
0

দুর্বল হামলাকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে আইডিএফ: আইআরজিসি

অপারেশন ডেইজ অফ রিপেনটেন্সের মাধ্যমে ইরানের ২০টি সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরাইলের। সামরিক বাহিনীর বরাতে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অভিযানে অংশ নেয় শতাধিক বিমান। তবে এই দাবিকে ভিত্তিহীন বলে আইআরজিসি জানিয়েছে, দুর্বল হামলাকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে আইডিএফ। বিশ্লেষকদের ধারণা, হামলার মাধ্যমে খুলে গেছে প্যান্ডোরার বাক্স। ইরানের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে যুদ্ধের গতিপথ।

হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইরানে বিমান হামলার পর আলোচনা চলছে ইসরাইলের অভিযান নিয়ে। জেরুজালেম পোস্টের প্রতিবেদন বলছে, ডেইজ অফ রিপেনটেন্স নামের অভিযানে অংশ নেয় শতাধিক যুদ্ধবিমান, গোয়েন্দা বিমান ও রিফুয়েলার। ছিল অত্যাধুনিক এফ- থার্টি ফাইভ আদির স্টেলথ ফাইটার।

ইসরাইল থেকে ইরানের যাত্রায় সিরিয়া হয়ে পাড়ি দিতে হয় দুই হাজার কিলোমিটার। প্রথমত সিরিয়ার রাডারকে টার্গেট করার মাধ্যমে দীর্ঘপথকে ঝুঁকিমুক্ত করা হয়। পরবর্তীতে হামলা চালানো হয় ইরানে। এই হামলায় টার্গেট হিসেবে পরমাণু কিংবা জ্বালানি কেন্দ্রের বদলে বেছে নেয়া হয় ২০টি সামরিক স্থাপনা। সফল হামলা শেষে বিমানগুলো সুরক্ষিতভাবে ফিরে আসে ইসরাইলে।

যদিও ইরানের অভ্যন্তরে শতাধিক বিমানের প্রবেশ ও ২০টি লক্ষ্যবস্তুতে হামলার তথ্যকে মিথ্যা বলে জানিয়েছে আইআরজিসি। তাসনীম নিউজ এজেন্সিকে ইরানের সামরিক বাহিনী আরও জানিয়েছে, দুর্বল হামলাকে ঢাকতে মিথ্যার আশ্রয় নিয়েছে আইডিএফ। শিগগিরই পাল্টা হামলা চালানোর প্রতিশ্রুতিও দেয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে। স্কাই নিউজ অ্যারাবিকের প্রতিবেদন বলছে, হামলার আগাম তথ্য দিয়ে ইরানকে সহায়তা করেছে রাশিয়া।

তবে হুমকিকে তোয়াক্কা না করেই সূর্যোদয়ের পর সমুদ্রের পাড়ে হেঁটে বেড়াচ্ছে ইসরাইলিরা। সত্য মিথ্যা যাচাই না করেই নেতানিয়াহু সরকারের ঘোষণায় আবেগে আপ্লুত অসংখ্য ইহুদি। বাহবা জানানো হচ্ছে নেতানিয়াহু সরকার ও সামরিক বাহিনীর সদস্যদের।

ইহুদি বাসিন্দাদের একজন বলেন, ‘আমাদের বার্তা পাঠানো দরকার ছিল। এভাবে ইসরাইলের ওপর সবসময় হামলা চলতে পারে না। তাই আমাদের পালটা হামলা চালাতে হতোই।’

আরেকজন বলেন, ‘আত্মরক্ষার জন্য ইরানে আমাদের হামলা চালানোর অধিকার আছে। আমরা জানি, এই হামলা আমাদের লাভবান করবে। তাই হামলা চালানো হয়েছে।’

বিশ্লেষকরা বলছেন, শনিবারের ঘটনার পর খুলে গেছে প্যান্ডোরার বক্স। তাই বল এখন ইরানের কোর্টে। তেহরানের পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করে দিবে যুদ্ধের গতিপথ। পালটা হামলা চালালে উত্তেজনা বাড়বে মধ্যপ্রাচ্যে। যদিও হামলার ক্ষয়ক্ষতি সামান্য হওয়ায় ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার সম্ভাবনা কম।

দ্য আলফ্রেড ডাস্কিন ইন্সটিটিউট ভারপ্রাপ্ত পরিচালক শাহরাম আকবারজাদেহ বলেন, ‘এখন প্যান্ডোরার বক্স খুলে গেছে। অপেক্ষা করতে হবে ইরানের জবাবের ওপর। ক্ষয়ক্ষতি পর্যালোচনা শেষে পাল্টা হামলার প্রয়োজনীয়তা আছে কী না, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আমার মনে হচ্ছে এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকবে ইরান।’

হামাস প্রধান ও হিজবুল্লাহ'র সেক্রেটারি জেনারেলকে হত্যার জবাবে পহেলা অক্টোবর ইসরাইলে প্রায় ২শ' ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। এরপর থেকেই তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়ে আসছিলো তেল আবিব।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর