স্থানীয় সময় রোববার (৩ মার্চ) সন্ধ্যার দিকে আফ্রিকার জোহানেসবার্গে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ভাগ্যক্রমে বেঁচে যান তাদের দুই সন্তান।
নোয়াখালীতে বসবাসরত নিহতের ছোট ভাই মো. মফিজ ভুঞা জানান, দক্ষিণ আফ্রিকায় থাকা অন্য দুই ভাই মহিন ও তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তাদের মৃত্যুর খবরে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।
জীবিকার সন্ধানে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মাহিন। এর ছয়বছর পর তার স্ত্রীকে নিয়ে যান সেখানে।