চতুর্থ দিনের শুরুটা ভালো করতে হতো বাংলাদেশের। তবে রাবাদার বোলিং তোপে সেটা হয়নি। দিনের প্রথম ওভারেই রাবাদার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন নাইম হাসান।
এরপর দ্রুতই ফিরে যান তাইজুল ইসলাম। ইনিংস হার এড়াতে বড় ভূমিকা রাখা মেহেদি মিরাজও শেষ পর্যন্ত সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। রাবাদার বলে কাটা পড়েছেন ব্যক্তিগত ৯৭ রানে।
নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই ২০০ রানের কম লক্ষ্য দিয়ে ম্যাচ জিততে পারেনি টাইগাররা। প্রোটিয়ারা বেশ স্বাচ্ছন্দ্যেই খেলেছেন তাদের চতুর্থ ইনিংস।