ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তরা। আগামীকাল (মঙ্গলবার, ২৯ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

সেই লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সেরেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। আজ (সোমবার, ২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে স্পিনার তাইজুল ইসলাম বলেছেন, ব্যর্থতা ভুলে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।

মিরপুরের ব্যর্থতা ভুলে চট্টগ্রাম টেস্টে জয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ। সেই লক্ষ্যে সাগরিকায় ম্যাচের আগের দিনে কঠোর অনুশীলনও শুরু করেছে নাজমুল হোসেন শান্তরা।

প্রথম টেস্টে ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে না পারলেও চট্টগামে জয় পেতে বদ্ধপরিকর বাংলাদেশ। লিটন-শান্তদের মূল চিন্তার জায়গা অবশ্য ব্যাটিং। পাকিস্তান সিরিজের পর টানা তিন টেস্টে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে দলকে।

চট্টগ্রাম টেস্ট তাই রানে ফিরতে মরিয়া মুশফিক-শান্তরা। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম অবশ্য বলেছেন ম্যাচ জিততে হলে তিন বিভাগেই ভালো খেলতে হবে বাংলাদেশকে।

এসএস