ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট অর্জনে চট্টগ্রামের উইকেট কাজে লাগাতে হবে: আশরাফুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে পরাজয় এড়াতে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। তিনি বলেন, চট্টগ্রামের উইকেটে নিজেদের শক্তিমত্তা কাজে লাগাতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য পয়েন্ট অর্জনে টেবিলে এগিয়ে যাওয়া সহজ হবে।

৯ বছর পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হলো না অধরা জয়ের স্বপ্ন পূরণ। সাদা পোশাকে বড্ড ফ্যাকাশে জয়, শান্তরা। নিজেদের উইকেটের সুযোগ-সুবিধা আর চেনা আবহাওয়াতে খেলেও প্রোটিয়া বধে ব্যর্থ বাংলাদেশ।

এর কারণ হিসেবে টপ অর্ডার ব্যাটারদের খাম খেয়ালিকে দুষছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, ‘প্রথম ইনিংস ও সেকেন্ড ইনিংস দুইটাতেই যদি জয়ের আউট দেখেন তাহলে দেখবে দুইটা বলই চুজ করা ঠিক হয়নি। আপনি ৩০ রান করে সেট হয়ে এইরকম আউট হলে তো দলের কোনো বেনিফিট নাই আপনার। আমাদের টপ অর্ডার নিয়ে ভালো মতো কাজ করতে হবে বুঝতে হবে।’

এবার বাংলাদেশের শেষ সাত টেস্ট ম্যাচের পরিসংখ্যানে নজর দেয়া যাক। উইকেট আর ভেন্যু অনুযায়ী প্রতিপক্ষের চেয়ে তুলনামূলক অনেক পিছিয়ে শান্ত বাহিনী। এখানেও টপ অর্ডারের ব্যাটাররা-ই খলনায়কের ভূমিকায়। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের পরামর্শও দিলেন সাবেক এই অধিনায়ক।

তিনি আরও বলেন, ‘একটা সিরিজের আগে প্লেয়াররা নেট প্র্যাকটিস করছেন কিন্তু মেন্টালি প্রিপারেশন প্লেয়ারদের নেয়া দরকার।’

চট্টগ্রামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

ইএ