ক্রিকেট
এখন মাঠে
0

তৃতীয় দিন শেষে ৮১ রানে এগিয়ে শান্ত বাহিনী

তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার আগে ৮১ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। যদিও হাতে আছে কেবল তিন উইকেট।

মিরপুরে বাংলাদেশ দলের প্রতিচ্ছবি যেন আসমানে। দিনভর মেঘের ঘনঘটা। আঁধারে ছেয়ে থাকা স্বাগতিক শিবিরেও। যদিও মিরাজের ব্যাট ঝলমলে রোদের আভাস দিয়েছে। সঙ্গে প্রকৃতির ছোঁয়ায় ম্যাচটার দৈর্ঘ্য বেড়েছে আরও একদিন।

কার্তিকের অবেলার মেঘ বাংলাদেশ দলেও হানা দেয় বেলা বাড়ার আগেই। দিনের শুরুতেই আগের দিনের দুই সেট ব্যাটার মাহমুদুল হাসান জয় আর মুশফিকুর রহিম সাজঘরের পথ ধরেন।

ধুঁকতে থাকা দলের হাল ধরবেন অভিজ্ঞ লিটন দাস, প্রত্যাশা ছিল এমনই। তবে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা লিটন দায়িত্ব নিতে পারেননি। ফিরেছেন মাত্র ৭ রান করে।

ঘরের মাঠে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা জাগে। মিরপুরে ফেরে কানপুরের আড়াই দিনে হারের দুঃস্মৃতি। তবে মিরাজ আগলে রাখেন উইকেট। অভিষিক্ত জাকের আলীও চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় মাটি কামড়ে পড়ে থাকেন। বেলা গড়াতে উইকেট সহজ হয়ে ওঠে। দু'জন সমৃদ্ধ করতে থাকেন স্কোরবোর্ড।

১৩৮ রানের জুটি গড়ে, দলকে লিড এনে দিয়ে, ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে, আউট হন জাকের আলী।

তবে মিরাজকে ফেরানো যায়নি। নাঈমকে সঙ্গে নিয়ে লিড বাড়ানোর চেষ্টা চালান। যদিও বৃষ্টি বেশিদূর আগাতে দেয়নি তাদের।

মিরাজ স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন। তবে এখনও পাড়ি দিতে হবে বহুদূর পথ। সে পথ মসৃণ নয়। দেশের ক্রিকেট সকালের সেশনেই স্বপ্নের সমাধি রচনা করতে দেখেছে অসংখ্যবার। মিরাজ-নাঈমরা এই রেকর্ডটাও মুছে দিতে চাইবেন নিশ্চয়ই।

এসএস