মিরপুরে টাইগাররা খেলেছিল এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ ছিলেন একাদশের বাইরে। খেলার সুযোগ পাননি যিনি, সেই তাসকিনই জায়গা হারালেন দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। তার পরিবর্তে চট্টগ্রাম টেস্টের দলে ডাকা হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।
এছাড়া দলে জায়গা ধরে রেখেছেন আরও দুই পেসার নাহিদ রানা ও হাসান মুরাদ। সব মিলে স্কোয়াডে সদস্য সংখ্যা তাই একই থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ক্রিকেটাররা চট্টগ্রামে পাড়ি জমাবেন ২৬ অক্টোবর।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই দলের অনুশীলন শুরু হবে ২৭ অক্টোবর। ২৯ অক্টোবর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।