ক্রিকেট
এখন মাঠে
0

ঘরের মাঠে আরও একবার হোয়াইটওয়াশ ভারত

ঘরের মাঠে ভারতকে ৩ ম্যাচ সিরিজে প্রথম দল হিসেবে হোয়াইটওয়াশ করলো নিউজিল্যান্ড। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ হলো ভারত। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২-০ তে সিরিজ হারে তারা।

মুম্বাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে উইল ইয়ং ও টম ব্লান্ডেলের দৃঢ়তায় ২৩৫ রান করে কিউইরা জবাবে ব্যাটিং এ নেমে এজাজ প্যাটেলের ঘূর্ণিতে পরাজিত হয়ে ২৬৩ রানে অল আউট হয় ভারত। সুভমান গিল করেন ৯০ রান এছাড়া রিশাভ পান্ত ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে জাদেজা ও অশ্বিনের দারুণ বোলিংয়ে ১৭৪ রানে অলআউট হয় কিউইরা। ইয়ং করেন ৫১ রান। ১৪৭ রানের লক্ষ্যে ব্যাটিং এ নেমে ১২২ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।

রিশাভ পান্ত করেন ৬৪ রান। ৫৭ রানে ৬ উইকেট নেন এজাজ প্যাটেল। এছাড়া গ্লেন ফিলিপ্স নেন ৩ উইকেট।

এএইচ