কানপুর থেকে মিরপুর। পরের মাঠ থেকে ঘরের মাঠ। ভেন্যু বদলালেও চেহারা বদলায়নি বাংলাদেশ দলের। টেস্টে হতশ্রী পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখলেন শান্ত-লিটনরা।
নিজেদের মাঠটাও ঠিকঠাক পড়তে পারেনি টিম বাংলাদেশ। দল সাজায় তিন স্পিনার আর এক পেসারে। অথচ প্রোটিয়াদের পেস অ্যাটাকের কাছেই কুপোকাত হয়েছে দল। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও দুষছেন দল নির্বাচনকে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘দল নির্বাচন আমাদের ঠিক হয়নি। অধিনায়ক ও কোচকে আমি দোষ দিবো না। কারণ কোচ দুইদিন হলো আসছে।’
দলের অন্য সবার মতো ব্যর্থ অধিনায়ক নাজমুল শান্তও। দলনেতা হিসেবে তার কাছে চাওয়া বেশি হলেও, প্রত্যাশা পূরণে বারবার ব্যর্থ হচ্ছেন তিনি। চলতি বছর দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যাটে রান খরা। আশরাফুল মনে করেন, দায়িত্বের চাপে মাঠের কাজ ঠিকঠাক সামলাতে পারছেন না শান্ত।
আশরাফুল বলেন, ‘শান্ত সব জায়গা নিয়ে থাকতে চাই। এইগুলা থেকে যদি সে বিরত থাকতে পারে তাহলে হয়তো ভালো করবে।’
মিরপুরের ভুল চট্টগ্রামে যেন না হয়, এমনটাই চাওয়া আশরাফুলের। সমর্থকদেরও চাওয়াও নিশ্চয়ই এমনই।