ইসরাইলি ভূখণ্ডে হামাসের ৭ অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ'র কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছিল তেল আবিব। প্রতিক্রিয়ায় জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থাটিতে সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬টি দেশ।
স্থগিতাদেশ শিথিলের বিবৃতিতে বলা হয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলমান অবস্থাতেই যুদ্ধকবলিত ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা দেবে অটোয়া। এছাড়া, গাজায় আকাশপথে ত্রাণ সরবরাহের জন্য জর্ডানকে ৩শ' কার্গো প্যারাশুটও দেবে কানাডিয়ান সশস্ত্র বাহিনী।
২০২২ সালের তথ্য অনুযায়ী, ইউএনআরডব্লিউএ'র ১১তম শীর্ষ দাতা দেশ কানাডা। অবরুদ্ধ গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ায় ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মানবিক সহায়তা নিয়ে কাজ করেন ইউএনআরডব্লিউএ'র ১৩ হাজার কর্মী।