কূটনৈতিক টানাপোড়েন ভারত-কানাডা বাণিজ্যে প্রভাব ফেলবে

উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারে ভারত-কানাডার দীর্ঘদিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত প্রভাব ফেলবে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া শিক্ষা ক্ষেত্রে ভারত ও কানাডার মধ্যে শক্তিশালী অংশীদারত্বেও ছেদ পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক এখন যে পর্যায়ে পৌঁছেছে, তা স্বাভাবিক হতে সময় লাগবে অনেক দিন।

খালিস্তানপন্থি শিখ নেতা হারদিপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের জেরে বেশ কিছুদিন ধরেই ভারত ও কানাডার সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি জি-টোয়েন্টি সম্মেলনে ট্রুডো-মোদির দ্বিপাক্ষিক আলোচনা বাতিল ও শুল্কমুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে কানাডা। কারণ নিজ্জর হত্যায় ভারতের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার দাবি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও সব অভিযোগ অস্বীকার করে নয়াদিল্লি বলছে ভারতকে কলঙ্কিত করে নিজের গদি রক্ষায় ব্যস্ত জাস্টিন ট্রুডো।

মাঝখানে ইস্যুটি আলোচনায় ছিল না। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) কানাডিয়ান পুলিশ জানায়, হত্যা, চাঁদাবাজি ও সহিংস কর্মকাণ্ডে ভারতীয় এজেন্টরা জড়িত আছেন। যা কানাডার গণতান্ত্রিক সার্বভৌমত্বকে আঘাত করা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমিশনার মাইক ডুহেম বলেন, 'আমাদের তদন্তের অনেক তথ্য উঠে এসেছে। কানাডায় অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার যথাযথ তথ্য প্রমাণ পাওয়া গেছে। এতে কানাডায় বসবাসকারী সব বাসিন্দাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।'

পারস্পরিক এই বিরোধের জেরে দুই দেশের ছয় জন করে মোট ১২ কূটনীতিককে বহিষ্কার করার পর নতুন করে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়। কানাডায় বসবাসরত ২০ লাখ ভারতীয়র মধ্যে আট লাখ বাসিন্দা শিখ। এদের মধ্যে আট হাজারের মতো খালিস্তানপন্থি আন্দোলনে জড়িত। আর ট্রুডো সরকারে আছেন ২৪ জন শিখ পার্লামেন্ট সদস্য। যদিও ভারতের চোখে খালিস্তানপন্থিরা উগ্র ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার প্রতিক্রিয়ায় প্রভাব পড়তে দুই দেশের শত শত কোটি ডলারের বাণিজ্যে। ভারত ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০২২-২৩ সালে ছিল ৮১৬ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারত ৪১০ কোটি ডলারের ওষুধ, রত্ন, অলংকার, বস্ত্র, যন্ত্রপাতি ইত্যাদি পণ্য রপ্তানি করেছে। আর কানাডা থেকে আমদানি করেছে ৪০৬ কোটি ডলার মূল্যের ডাল, কাঠ, মণ্ড ও কাগজ এবং খনিজ দ্রব্য।

২০২২ সালে ভারতে কানাডার বিভিন্ন পেনশন তহবিলের বিনিয়োগের পরিমাণ ছিল সাড়ে ৪ হাজার ৫০০ কোটি ডলার। কানাডার সরাসরি বিদেশি বিনিয়োগে চতুর্থ অবস্থানে ভারত।

ভারত ও কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০০টির বেশি শিক্ষাবিষয়ক সমঝোতা রয়েছে। এছাড়াও, কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যায় শীর্ষে ভারতীয়রা। কানাডার ব্যুরো ফর ইন্টারন্যাশনাল এডুকেশনের তথ্য মতে, ২০২১ সালে ভারতীয় শিক্ষার্থীরা কানাডার অর্থনীতিতে প্রায় ৫০০ কোটি মার্কিন ডলারের অবদান রেখেছেন।

সাম্প্রতিক ঘটনায় রাজনৈতিক টানাপোড়েনের সঙ্গে এবার দুই দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে যাচ্ছে।

এসএস

শিরোনাম
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের বাণিজ্যের স্বার্থে আগামী দু-একদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে চিঠি প্রেরণ করা হবে আমেরিকার প্রেসিডেন্টের কাছে: প্রেস সচিব
শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধের কোনো প্রয়োজন নেই: চীনের গণমাধ্যম সিজিটিএনকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আহ্বান
ভূমি ডিজিটাইজেশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে 'আধুনিক ল্যান্ড সার্ভিস গেইটওয়ে' চালুর উদ্যোগ নিয়েছে সরকার
গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের প্রতিনিধিদলের বৈঠক
বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিকখাতের সংস্কার কর্মসূচিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা, জুনে ঋণচুক্তির বাকি অর্থছাড়ের ব্যাপারে আশাবাদী
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি তৈরি পোশাক রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা