সাভারের বিসিক চামড়া শিল্প নগরীকে পরিবেশবান্ধব করার দায়িত্ব দেয়া হয় কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপিকে। প্রতিদিন ২৫ হাজার ঘনমিটার দূষিত পানি পরিশোধন করার সক্ষমতা সিইটিপি'টির। আর মৌসুমে এই বর্জ্যের পরিমাণ প্রায় ৪০ হাজার ঘনমিটার। তবে চালু হওয়ার দুই বছর পর থেকেই এর সক্ষমতা কমতে শুরু করে।
২০২১ সালে জুলাইয়ে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ প্ল্যান্টটি ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বর্জ্য শোধনাগার কোম্পানির কাছে দিয়ে চলে যায়। এরপর থেকেই অনেকটা অকার্যকর অবস্থায় আছে সিইটিপি।
লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেতে দরকার ১৭১০ নম্বরের পরীক্ষায় পাশ করতে হলে সিইটিপি'র খাতেই রয়েছে ৩০০ নম্বর। আর অন্যান্য শর্ত পূরণ হলেও কার্যকরী সিইটিপি না থাকায় মিলছে না সনদ। অথচ তা পেলেই রাতারাতি চামড়া শিল্পের রপ্তানি চীন ছাড়াও ইউরোপে রপ্তানি করে কয়েক গুণ বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান বলেন, 'সিইটিপির বিষয়ে আমাদের বর্তমান শিল্প উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগেই আমাদের ট্যানারি স্টেট ভিজিট করেছেন। এবং আমরা শিল্প মন্ত্রণালয়েও একটা মিটিং করেছি। ওখানে উনারা আশস্ত করেছেন ইমিডিয়েট আমাদের যে টাকাটা প্রয়োজন প্রায় ২৪ কোটি টাকা। সেটা উনারা বলেছেন যে, এক মাসের মধ্যে ব্যবস্থা করে দিবেন। ওই টাকাটাও যদি আসে তাহলে কিন্তু আমরা কোরবানির আগে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারবো।'
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর সিইটিপি কার্যকর হবে এমন আশাই ব্যবসায়ীদের। কারণ এক সময়ের পরিবেশ নিয়ে কাজ করা রিজওয়ানা হাসান বর্তমান পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তবে এই উপদেষ্টা বলছেন, ট্যানারি বর্জ্য নিয়ন্ত্রণে তার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, এছাড়াও সিইটিপি সংস্কারের জন্য শিল্প মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, 'শিল্প প্রতিষ্ঠানের সিইটিপি সরকার বানিয়ে দেবে কেন? সরকার কার টাকায় বানিয়ে দেয়? সরকারের নিজের কোনো টাকা আছে? সরকার জনগণের টাকায় বানিয়ে দেয়। জনগণের টাকা দিয়ে বানিয়ে দেয়ার পরও তারা ঠিকমতো চালাবে না। নানা ফন্দি ফিকির করে, চামড়ার টুকরা দিয়ে ড্রেনের মুখ ব্লক করে দিয়ে বলবে ক্ষমতা নেই, ওভার ফ্লো করবে, এসব তো হবে না। শিল্প মন্ত্রণালয়ের সাথে আমার মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ করছে।'
এদিকে শিল্প মন্ত্রণালয় বলছে, কোরবানির আগেই সিইটিপি'র সংস্কার কাজ শুরু করা হবে। তবে এই কোরবানি ঈদেও মিলবে না এর সুফল।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, 'আগের সরকার সাড়ে ১৫ বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করবো? আমরা কাজটা শুরু করেছি যাতে অপশাসনের যে ব্যবস্থা শুরু হয়েছিল, তার থেকে বের হয়ে আসে। কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে। আমরা চেষ্টা করছি এটা ঠিক করার।'
বর্তমানে বিশ্বে এলডব্লিউজি সনদ পাওয়া পরিবেশবান্ধব ট্যানারি কারখানার সংখ্যা ৫৪৩টি। যার মধ্যে বাংলাদেশে রয়েছে মাত্র পাঁচটি।