লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় শুধু চীন ছাড়া বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারছেন না বাংলাদেশি ব্যবসায়ীরা। এই এলডব্লিউজি সনদ পেতে সম্পূর্ণ কার্যকরী হতে হবে সিইটিপি। ব্যবসায়ীরা বলছেন, উপদেষ্টা পরিষদে পাঁচজন পরিবেশবাদী থেকেও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি সম্পূর্ণ কার্যকর করার উদ্যোগ নেই। তবে শিল্প উপদেষ্টা বলছেন, কোরবানির ঈদের আগেই শুরু হবে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি।