মৃতদের আট জনের মধ্যে পাঁচজনই রাজধানী ঢাকায়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চারজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২২৫ জন হলো ডিএনসিসি এলাকার আওতাভুক্ত। এবং ডিএসসিসি এলাকা থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৬ জন। এছাড়াও রাজধানীর সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা ২১৬ জন।
এছাড়া বরিশাল বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৩৩, রংপুর বিভাগে ৩১ ও সিলেট বিভাগে চার জন।