স্বাস্থ্য
দেশে এখন
0

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১৭

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারাদেশে মৃত্যু হয়েছে আট জনের। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৭ জন। আজ (বুধবার, ২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতদের আট জনের মধ্যে পাঁচজনই রাজধানী ঢাকায়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চারজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২২৫ জন হলো ডিএনসিসি এলাকার আওতাভুক্ত। এবং ডিএসসিসি এলাকা থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৬ জন। এছাড়াও রাজধানীর সিটি করপোরেশন এলাকার বাইরে থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা ২১৬ জন।

এছাড়া বরিশাল বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনা বিভাগে ৯২ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৩৩, রংপুর বিভাগে ৩১ ও সিলেট বিভাগে চার জন।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর