ময়মনসিংহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ
ময়মনসিংহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ | Ekhon TV
0

ময়মনসিংহের তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তায় ৩ হাজার ৭০ কেজি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালিখা গ্রামে অভিযান চালিয়ে চাল জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

উপজেলার কামারগাঁও ইউনিয়ন কালিখা গ্রামের একটি বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ রয়েছে এমন খবরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা।

এ সময় একটি ঘর থেকে ৩০ কেজির ৮৪ বস্তায় ২ হাজার ৫২০ কেজি এবং ৫০ কেজির ১১ বস্তায় ৫৫০ কেজি চাল পাওয়া যায়। এই ঘটনায় কালিখা গ্রামের আরাফাত সরকার নামে ব্যবসায়ীকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হলেও উপকারভোগীদের থেকে চাল কিনে রাখেন ব্যবসায়ী আরাফাত। কিন্তু একজনের কাছে এতো বস্তা চাল থাকা সন্দেহজনক। সে কারণে চাল জব্দ করা হয়।

এসময় ব্যবসায়ী আরাফাতকে আটক করা হয়। এ ব্যাপারে নিয়মিত মামলা দায়ের হবে বলেও জানানো হয়।

এসএইচ