বিভিন্ন অভিযোগ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার এক বাসিন্দার। তার দাবি, নকশাবহির্ভূত নতুন ভবন নির্মাণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি মিলে টাকা দিলেই।
আজ (বুধবার, ১৬ এপ্রিল) সকাল থেকে ডেমরা বামৈল স্টাফ কোয়ার্টার খাল রোডের ৬৮ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রাজউক। যেখানে তিনটি নির্মাণাধীন ভবনের মধ্যে একটির মালিককে মুচলেকা এবং বাকি দু’জনকে জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গুড়িয়ে দেয়া হয় বর্ধিত অংশ।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, 'সর্বোচ্চ পর্যায়ে আমি কথা বলবো। এই এলাকায় কোনো বিল্ডিংই রাজউকের নিয়ম মতো হয় না।'
রাজউকের অভিযানে বাধা দিতে দেখা যায় ভবন মালিকদের। এ সময় রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কয়েকজনকে জড়ো হতে দেখা যায়। তাদের দাবি, রাজউক উদ্দেশ্যমূলকভাবে এসব ভবন ভাঙছে।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, 'রাজউকের লোকেরা রাজউকের নির্দেশ অমান্য করতে সহযোগিতা করে। যদি আমার কথা ভুল হয়, আমার ১০০ বছর জেল হলেও তাতে আমি রাজি আছি। সমস্ত লোকের পক্ষ হয়ে আমি কথা বলবো। আমি একজন রাজনৈতিক নেতা।'
ভবন মালিকদের মধ্যে একজন বলেন, 'যদি সরকারি জায়গা নষ্ট করে কাজ ধরে থাকি তাহলে আমার সামনে যে ভবনগুলো আছে, সেগুলোর কি কোনো দোষ নাই। আমার সামনে কয়েকটা আছে। আমার বিল্ডিং একেবারে শেষে।'
নতুন ভবন নির্মাণে নকশার বাহিরে যাওয়ার সুযোগ নেই বলছে রাজউক। অচিরেই নিয়ম বহির্ভূত পুরাতন ভবনেও অভিযান শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসময় রাস্তার দু'পাশের প্রায় শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। স্থানীয়রা জানান, ফুটপাতে দোকান থাকায় পথচারীদের হাঁটাচলায় সমস্যা হতো। তবে ফুটপাতের দোকানীদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই তাদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, 'এখানে যারা ব্যবসা-বাণিজ্য করছে তারা আসলে মুষ্টিমেয়। কিন্তু এই মুষ্টিমেয় তাদের বাণিজ্য করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে সেবাপ্রার্থী, তাদের ক্ষতি করছে।'
উচ্ছেদের পর আর যেন কেউ ফুটপাত দখল করে জন ভোগান্তি সৃষ্টি করতে না পারে তা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।