দেশে এখন
ভ্রমণ
0

ঈদে পর্যটকদের বরণে প্রস্তুত রাঙামাটি

ঈদে পর্যটকদের বরণে প্রস্তুত পাহাড়ের শহর রাঙামাটি। এরইমধ্যে হোটেল মোটেলে আগাম বুকিং দিতে শুরু করেছেন পর্যটকরা। সেইসঙ্গে ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে এবার ঈদের এক সপ্তাহে ২০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পর্যটন খাত সংশ্লিষ্টদের।

পাহাড় ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটিকে সঙ্গ দেয় দিগন্ত বিস্তৃত সবুজ বনানী। চোখ ধাঁধানো নির্মল সৌন্দর্য্য প্রত্যক্ষ করতে প্রকৃতিপ্রেমীদের পছন্দের তালিকায় থাকে এ অঞ্চল। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঈদে রাঙামাটিতে লক্ষাধিক পর্যটক আসবেন বলে ধারণা করা হচ্ছে।

পর্যটকদের আকর্ষণ করতে রাঙামাটিতে ২২ জুন পর্যন্ত এক সপ্তাহ ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে আবাসিক হোটেল মালিক সমিতি। সব মিলিয়ে এবার ঈদের এক সপ্তাহে ২০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের।

তারা জানান ঈদুল আজহা উপলক্ষে এ বছর বিশেষ প্রস্তুতি'র কথা। বলেন, ঈদ পরবর্তী সময়ের জন্য প্রায় ৮০ শতাংশ বুকিং হয়ে গেছে। আশা করছেন ওয়াকিং গেস্ট দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এবার পর্যটকদের জন্য ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

এরইমধ্যে ৬০-৭০ ভাগ হোটেল আগাম বুকিং হয়ে গেছে বলে জানান রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি বলেন, 'ঈদ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে। দুই-একদিনের মধ্যে শতভাগ বুকিং হবে বলে আশা করছি।'

রাঙামাটি শহরে ৬৫টি হোটেল-মোটেল ও ১৭টি ইকো রিসোর্ট রয়েছে। এছাড়াও ঈদকে ঘিরে হালের ক্রেজ সাজেকে প্রায় চার হাজার মানুষের ধারণক্ষমতার ছোটবড় ১১২টি কটেজ প্রস্তুত করা হয়েছে। পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে স্থানীয় পুলিশ।

এই সম্পর্কিত অন্যান্য খবর
শীতের শুরুতে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে পর্যটন কেন্দ্রগুলোয়

আবারো চাঙ্গা হচ্ছে রাঙামাটির পর্যটন খাত

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বান্দরবানে স্বস্তি, হোটেল-রিসোর্টে ২৫-৩৫% ছাড়

চলতি বছর কাতারে পর্যটক বেড়েছে ২৫ শতাংশ

সেন্টমার্টিন ভ্রমণের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

পার্বত্য জেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সৈকতে বেড়েছে পর্যটক সমাগম

দুর্গাপূজা ও টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়

ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটকশূন্য তিন পার্বত্য জেলা

বান্দরবানে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি

৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকতে অনুরোধ

পর্যটকদের বান্দরবান ভ্রমণে পরিবহনে ২০ শতাংশ ছাড়ের ঘোষণা

দুর্গোৎসবের ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে চলবে স্পেশাল ট্রেন