ভ্রমণ
অর্থনীতি
5

৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য জেলা ভ্রমণে বিরত থাকতে অনুরোধ

চট্টগ্রাম

আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের তিন জেলা ভ্রমণে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। আজ (রোববার, ৬ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়িতে একই সময়ে পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।

জানা যায়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে সাম্প্রতিকে সময়ের সহিংসতার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান একাধিক সূত্র।

উল্লেখ, আসন্ন দুর্গাপূজা ঘিরে বান্দরবানের হোটেল-মোটেলগুলোয় অনেক বুকিং পেয়েছিলেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এই সম্পর্কিত অন্যান্য খবর