দুর্গাপূজা ও সাপ্তাহিক দু'দিনের ছুটিতে কক্সবাজারে বাড়তে পারে পর্যটকের চাপ। নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিতে চাহিদা বেড়েছে ঢাকা-কক্সবাজার রুটের ট্রেনের টিকিটের।
চাহিদা বিবেচনায় ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত 'কক্সবাজার স্পেশাল' নামের আরেকটি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে। বছরে দুই ঈদে যাত্রী চাহিদা মেটাতে ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন সার্ভিস দেয় রেলওয়ে। সে অভিজ্ঞতা ও যাত্রীর চাপ বিবেচনায় এবার দুর্গাপূজার ছুটিতেও বিশেষ ট্রেন চলাচল করবে।
কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী বলেন, 'যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল নামের আরেকটি বিশেষ ট্রেন যাত্রী পরিবহন করবে।'
ট্রেনটি ১০ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজারে পৌঁছবে। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে বেলা ১টা ৪০ মিনিটে ছেড়ে রাত ১০টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছবে। ট্রেনটি নিয়মিত চালু রাখার পাশাপাশি এ রুটে আরও ট্রেন যুক্ত করার দাবি যাত্রীদের।
যাত্রীদের একজন বলেন, 'টিকেট ছাড়া সঙ্গে টিকেট বুকিং হয়ে যায় তাহলে অবশ্যই মানুষের চাহিদা রয়েছে।'
আরেকজন বলেন, 'যাত্রীর চেয়ে টিকেট সংখ্যা কম। আরও কিছু ট্রেন দিলে আমাদের সুবিধা হয়।'
সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ ট্রেনযাত্রার কারণে কক্সবাজার রুটে টিকিটের চাহিদা বেশি থাকায় আগামীতে এ রুটে নতুন ট্রেনের পরিকল্পনাও রয়েছে রেলের।
২০২৩ সালের পহেলা ডিসেম্বর ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আরও একটি ট্রেন পর্যটক এক্সপ্রেস যাত্রী পরিবহন শুরু করে।