‘কৃষি ছাড়া বলবো না’— ছাত্রলীগ নেতার প্যারোল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: এখন টিভি
0

নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার নেতাকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেবো না। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপরে জিজ্ঞেস করেন।

আজ (রোববার, ২৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে কথা বলতে চাননি তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ বিষয়ে কথা বলতে হবে এবং তিনি দায়বদ্ধ বলে উল্লেখ করলেও কোনো উত্তর দেননি তিনি। তিনি বলেন, ‘আমি দায়বদ্ধ না।’

এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না দেয়া এবং জেলগেটে দূর থেকে দেখার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে বলেও সাংবাদিকরা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাকে।

আরও পড়ুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রলীগ বা আওয়ামী লীগের কারও জামিন দেয়ার বিরুদ্ধে ছিলেন উল্লেখ করে এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিলে তিনি বলেন, ‘ছাত্রলীগ, আওয়ামী লীগের জামিন দেয়া না। আমি ক্রিমিনালদের জামিন দেয়ার বিরুদ্ধে।’ এসময় বারবার তিনি কৃষি বিষয়ে প্রশ্ন করতে সাংবাদিকদের অনুরোধ করেন।

এর আগে, বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নয় মাসের শিশু সন্তান সেজাদ হাসান নাফিজের মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি।

উল্লেখ্য, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে সাদ্দামের বাড়ি থেকে স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পড়ে ছিল তার নয় মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের মরদেহ। এ ঘটনার একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

তবে সাদ্দামের প্যারোলের আবেদন করা ও না করা নিয়ে তার এবং যশোর জেলা প্রশাসনের দুই ধরনের বক্তব্য রয়েছে। সাদ্দাম বর্তমানে যশোর জেলা কারাগারে আছেন।

এসএইচ