সমুদ্র সৈকতের পাশে মঞ্চ প্রস্তুতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রস্তুত দর্শনার্থীরাও। এখন শুধু সময়ের অপেক্ষা।
আর মাত্র কয়েক ঘণ্টা বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। ঐতিহাসিক ক্ষণটি বরণ করে নিতে ব্রাজিলের পথে প্রান্তরে দেখা মিলবে লাখ লাখ পর্যটক। কারণ আইকনিক কোপাকাবানা সমুদ্র সৈকতে হবে বিশ্বের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসব। ধারণা করা হচ্ছে, এই উদযাপনে অংশ নিবেন ২৫ লাখ মানুষ। বিচ পার্টির পাশাপাশি কোপাকাবানায় পোড়ানো হয় ১৫ টন আতশবাজি।
বর্ষবরণের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলকভাবে প্রজ্বলিত করা হয়েছে ক্রিস্টাল বল। যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারের বিশেষ এই বলটিতে রয়েছে ৩২ হাজারের বেশি এলইডি বাতি। প্রায় ১২ হাজার পাউন্ডের ক্রিস্টাল বলটি এক কোটি ৬০ লাখ উজ্জ্বল রঙ প্রদর্শনে সক্ষম। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে হাজারও দর্শনার্থীর সামনে আবারও বলটিকে প্রজ্বলিত করা হবে।
১০ হাজার আতশবাজির মাধ্যমে ২০২৪ সালকে বিদায় জানিয়েছে চীনের মধ্যাঞ্চলীয় শহর লিউইয়াং। পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে কয়েক বছর ধরে এমন উদযাপন করছে শহরটি। মিলেছেও সুফল। বিশেষ এই উৎসবে শামিল হন এক লাখের বেশি দর্শনার্থী। আতশবাজির পাশাপাশি ছিল মনোমুগ্ধকর ড্রোন শো।
জলবায়ু পরিবর্তন রোধের পাশাপাশি নতুন বছর বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কণ্ঠে ছিল সংঘাতের পাতা উল্টে শান্তির নতুন অধ্যায় শুরু করার আহ্বান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ত্রেদোস আধানম ঘেব্রিয়েসুস বলেন, 'নতুন বছর আমাদের পরিবর্তনের সুযোগ দিচ্ছে। যা হাতছাড়া করা উচিত হবে না। আসুন সংঘাতে পাল্টা উল্টে ফেলি। দীর্ঘস্থায়ী শান্তির মাধ্যমে নিরাপদ ভবিষ্যৎ গঠন অধ্যায়ের সূচনা করি।'
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, '২০২৫ সালে প্রতিটি দেশের কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে নিরাপদ তৈরিতে কাজ করতে হবে। সমর্থন করতে হবে নবায়নযোগ্য ভবিষ্যতকে। বিষয়টি অতীব জরুরি এবং পূরণ করা সম্ভব।'
এদিকে বর্ষবরণ উপলক্ষ্যে পশ্চিমা দেশগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। সিসি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। নিউইয়র্কে হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন শহরটির পুলিশ কমিশনার। অন্যদিকে সন্ত্রাসী হামলার পর তল্লাশি বাড়ানো হয়েছে জার্মানিতে। রাজধানী বার্লিনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বর্ষবরণের আয়োজনস্থলের পাশে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা।