বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তালিকায় এক থেকে চারের মধ্যে অবস্থান হার্ভার্ড ইউনিভার্সিটির। ১৬৩৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যার খ্যাতি কেবল মার্কিন ভূখণ্ডে নয়, শিক্ষা-গবেষণায় সারা বিশ্বে সমাদৃত হার্ভার্ড।
চিকিৎসা, প্রযুক্তি থেকে শুরু করে নানা খাতে হার্ভার্ডের গবেষণা কার্যক্রম, উদ্ভাবন আর জনকল্যাণমূলক সম্পৃক্ততা অনস্বীকার্য। ওষুধশাস্ত্র, জেনেটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ নানা খাতে হার্ভার্ডের যুগান্তকারী গবেষণা, আবিষ্কার ও উদ্ভাবনের সুফল ভোগ করছে সারা বিশ্বের সর্বস্তরের মানুষ। এবার সেই হার্ভার্ডে আঘাত হানার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষা ও গবেষণা, তথা মেরুদণ্ডেই আঘাত হানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য বরাদ্দ ২৩০ কোটি ডলারের সরকারি তহবিল আটকে দিয়েছে ট্রাম্প প্রশাসন। সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় শিক্ষা-গবেষণায় অভিজাত এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা মার্কিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের। হার্ভার্ডের পরিচালনা ব্যবস্থা, নিয়োগের ধরন ও ভর্তিপ্রক্রিয়ায় সংশোধনীসহ গেলো সপ্তাহে বেশ কিছু দাবি সম্বলিত একটি দীর্ঘ তালিকা হার্ভার্ডে পাঠায় হোয়াইট হাউজ। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য খর্বের চেষ্টা বলে সোমবার এসব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড কর্তৃপক্ষ।
ফিলিস্তিনপন্থি বিক্ষোভের জেরে ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হার্ভার্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। গেলো দেড় বছরে দেশজুড়ে এসব বিক্ষোভ বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদিবিদ্বেষের বিস্ফোরণ ঘটছে বলে অভিযোগ প্রেসিডেন্টের। এরই ধারাবাহিকতায় গেলো মাসে হার্ভার্ডের সাথে সরকারের ৯০০ কোটি ডলারের চুক্তি ও অনুদান খতিয়ে দেখতে শুরু করে রিপাবলিকান সরকার।
এ ঘটনায় শুধু হার্ভার্ড নয়, বিশ্বের সবচেয়ে ধনাঢ্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বন্দ্বে জড়ালো ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইহুদিবিদ্বেষ ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে নীতি পরিবর্তনে চাপ দেয়ার অংশ হিসেবে চলতি মাসেই কর্নেল ইউনিভার্সিটি ও নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মোট ১৮০ কোটি ডলারের তহবিল বাতিল করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়ায় বিদেশি শিক্ষার্থীদের আটক ও কয়েকশ' ভিসাও বাতিল করে প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড অধ্যাপকরা। শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতায় আঘাত ও সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে অটল থাকায় হার্ভার্ডের প্রতি একাত্মতা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে ৪০ লাখ ডলারের তহবিল বরাদ্দের পর ট্রাম্প প্রশাসনের কাছে নতি স্বীকার করে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।