স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের উদ্দেশে বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস সাপমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ২০ জনের বেশি আহত হন।
আরও পড়ুন:
আহতদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। তিনি এরইমধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





