নিহত অমি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী। তিনি ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে রাইনুল ইসলাম তার স্ত্রীকে মোটরসাইকেলে করে সদর উপজেলার রামদাসপুরে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় একই দিকে চলা একটি বালি ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫) ওভারটেক করার সময় মোটরসাইকেলটি পাশের ইটের গাদায় ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে তারা ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই ফারহানা অমি নিহত হন। তবে তার স্বামী রাইনুল ইসলাম প্রাণে বেঁচে যান।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং পুলিশ এসে ট্রাকটি জব্দ করে। অমির হঠাৎ মৃত্যুতে তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে একটি দুর্ঘটনায় থেমে গেল তরুণ এই শিক্ষার্থীর জীবন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাস্টটি উদ্ধার করে মেহেরপুর সদর থানার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





