ইসরাইল-হামাস বন্দিবিনিময়: ১১০ বন্দির পাশাপাশি মুক্ত আট জিম্মি
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরাইল ও হামাসের মধ্যে তৃতীয় দফায় জিম্মি ও বন্দিবিনিময় শুরু হয়েছে। এই ধাপে ১১০ কারাবন্দির পাশাপাশি মুক্তি পাচ্ছে আট জিম্মি। যাদের মধ্যে পাঁচজন থাই নাগরিক। এরইমধ্যে, এক ইসরাইলি জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গাজাবাসীকে বাস্তুচ্যুত করার পরিকল্পনায় মিশর যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
তিন জিম্মিকে মুক্তি দেয়ার সাত ঘণ্টা পর ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরাইল
হামাস তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার সাত ঘণ্টা পর ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরাইল। এর মধ্য দিয়ে প্রথম পর্যায়ে ৪২ দিনের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলো। অনিশ্চিত জীবন থেকে দীর্ঘদিন পর ফিলিস্তিনরা মুক্তি পাওয়ায় আনন্দে ভাসছেন স্বজনরা। ইসরাইলি আগ্রাসনে ধ্বংস্তুপে রূপ নেয়া গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার স্বপ্ন বুনছেন ২৩ লাখ বাসিন্দা। চুক্তির ১৬তম দিনের মধ্যেই দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা শুরু হবে বলে জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।