যার মূল্য পরিশোধ করতে হবে বলে হুমকি দেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নির্ধারিত জিম্মির মরদেহ হস্তান্তরের পর অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করে হামাস।
এদিকে গাজা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে শুক্রবার সৌদি আরবে বৈঠক করেছে ৭টি আরব ও উপসাগরীয় দেশ।
বৈঠক শেষে সৌদি বার্তা সংস্থা এসপিএ জানায়, ফিলিস্তিনের সমর্থন ও উপত্যকা পুনর্গঠন প্রক্রিয়ার বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো পরামর্শ প্রদান করেছে।