ষষ্ঠ দফায় ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী আজ (শনিবার, ১৫ ফেব্রুয়ারি) ষষ্ঠ দফায় ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিবে ইসরাইল। এরমধ্যে ২৪ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

মুক্তি দিলেও এই ২৪ জনকে নির্বাসনের জন্য পাঠানো হবে মিশরে। শুক্রবার হামাসের তরফ থেকে জিম্মিদের তালিকা গ্রহণ করছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

আল জাজিরার তথ্য বলছে, মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির মধ্যে দুইজনের দ্বৈত নাগরিকত্ব আছে।

এদের একজন ইসরাইলি আমেরিকান ও অপরজন ইসরাইলি-রাশিয়ান। এদিকে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে হামাস ও ইসলামিক জিহাদ।

আগামী সপ্তাহে ইসরাইলের সাথে যোগাযোগও শুরু করবে হামাস নেতৃত্বাধীন বিশেষ প্রতিনিধি দল।

এর আগে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয় হামাস।

ইএ