আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

চার ইসরাইলির মরদেহ ফেরত দিয়েছে হামাস
চার ইসরাইলির মরদেহ ফেরত দিয়েছে হামাস | ছবি: সংগৃহীত
0

ইসরাইল-ফিলিস্তিন বন্দিবিনিময় চুক্তির অধীনে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। স্থানীয় সময় বুধবার (১৪ অক্টোবর) রাতে রেড ক্রস সোসাইটির কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বাকি মরদেহ উদ্ধারে বিশেষ সরঞ্জাম ও সহায়তার প্রয়োজন হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। আর ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপের ২৮ জিম্মির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হবে না।

আরও পড়ুন:

পাশাপাশি যুদ্ধবিরতি ভেস্তে গেলে হামাসকে পরাজিত করতে ব্যাপক পরিকল্পনা প্রস্তুত করতে ইসরাইলি বাহিনীকে নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

ইএ