এখন পর্যন্ত ২০ ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস

যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া ভবনের সামনে রেডক্রসের সদস্যরা
যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া ভবনের সামনে রেডক্রসের সদস্যরা | ছবি: এএফপি
0

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী মঙ্গলবার আরও এক ইসরাইলি জিম্মির মরদেহ রেড ক্রসের মাধ্যমে তেল-আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। এরইমধ্যে নিহত জিম্মির পরিচয় শনাক্ত করেছে ইসরাইল। গতকাল (মঙ্গলবার, ৪ নভেম্বর) পর্যন্ত ২০ ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।

শর্ত অনুযায়ী আরও ৮ জিম্মির মরদেহ ইসরাইলের কাছে হস্তান্তর করবে হামাস। এদিকে, যুদ্ধবিধস্ত গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী প্রবেশে পূর্ণ প্রবেশাধিকার চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।

আরও পড়ুন:

যুদ্ধবিরতির পর থেকে মানবিক সহায়তা সামগ্রী প্রবেশে গাজার মাত্র দুটি পয়েন্ট খুলে দিয়েছে ইসরাইল। এতে গাজার প্রতিটি অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি।

ইএ