আরও তিন ইসরাইলির মরদেহ হস্তান্তর করেছে হামাস

হামাস যোদ্ধারা
হামাস যোদ্ধারা | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী আরও তিন ইসরাইলি জিম্মির মরদেহ তেল আবিবের কাছে হস্তান্তর করেছে হামাস। এরইমধ্যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

এদিকে, রোববার ইসরাইলি মন্ত্রীসভার বৈঠকে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় ইসরাইলি সৈন্যদের ওপর কোনো ধরনের হামলা চালানোর চেষ্টা হলে প্রতিশোধ নিতে প্রস্তুত তেল-আবিব। তিনি আরও জানান, গাজায় যেকোনো পদক্ষেপের খবর যুক্তরাষ্ট্রকে অবহিত করবে ইসরাইল।

আরও পড়ুন:

তেল-আবিবের অভিযোগ, গাজার যেসকল পয়েন্টে এখনো ইসরাইলি সেনা মোতায়েন রয়েছে, তাদের ওপর হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। অন্যদিকে, রোববারও প্রাণ ঝরেছে গাজা উপত্যকায়। এদিন ইসরাইলি হামলায় প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২৩৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইএ