তেল-আবিবের কাছে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাসের

ত্রাণ নিচ্ছে গাজাবাসী, হামাসের সৈনিকরা
ত্রাণ নিচ্ছে গাজাবাসী, হামাসের সৈনিকরা | ছবি: সংগৃহীত
0

যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী, তেল-আবিবের কাছে আরও দুই ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামাসের সঙ্গে লড়াইয়ে নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প জানান, যদি হামাস যুদ্ধবিরতি শর্ত না মেনে চলে তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা গাজায় তার অনুরোধে সেনা পাঠাতে প্রস্তুত। তবে কোন কোন দেশ তাকে এ প্রস্তাব দিয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে, ইসরাইল সফরে গিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে গাজা যুদ্ধবিরতির। এসময়, তিনি পুনর্ব্যক্ত করেন, শান্তির জন্য হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে।

অন্যদিকে, হামাসের কাছে থাকা বাকী ইসরাইলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল-আবিবে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এএইচ