কানাডার-প্রধানমন্ত্রী  

কানাডায় শিখ নেতা হত্যার পরিকল্পনা আগেই জানতেন মোদি

প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট মন্তব্য নয়াদিল্লীর

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পরিকল্পনা সম্পর্কে আগেভাগেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার সংবাদপত্রে প্রকাশিত এই তথ্য সম্পূর্ণ বানোয়াট বলে মন্তব্য করেছে নয়াদিল্লি। প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে কলঙ্গিত করতেই কানাডার গ্লোব ও মেইল পত্রিকাটি এ ধরনের প্রতিবেদন করার সাহস দেখিয়েছে বলে সাফ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রানধীর জয়সোয়াল। অটোয়া-নয়াদিল্লির মধ্যে চলমান বৈরিতার মধ্যে এ ধরণের অপপ্রচার ভালো কিছু বয়ে আনবে না বলেও মনে করছে ভারতের পররাষ্ট্র দপ্তর।

ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা ট্রুডোর

ভারতের সঙ্গে দ্বন্দ্বের পাশাপাশি নিজ দলেই কোণঠাসা অবস্থার মধ্যে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লক্ষ্যমাত্রা সীমিত করে, আগামী বছর থেকে এক লাখের বেশি বাসিন্দাকে স্থায়ী হতে দেবে না অটোয়া। যা নিয়ে শঙ্কা জনমনে।

কূটনৈতিক যুদ্ধে ভারত-কানাডার সম্পর্ক চরমে

কূটনৈতিক যুদ্ধে ভারত-কানাডার সম্পর্ক চরমে

কূটনৈতিক যুদ্ধে ভারত ও কানাডার সম্পর্ক চরমে পৌঁছেছে। কানাডায় সহিংসতা ও অপরাধমূলক কাজ ছড়িয়ে পড়ার পেছনে ভারতকে দায়ী করে মন্তব্য করলেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পাল্টা আক্রমণে ভারত বলছে, দুই দেশের সম্পর্ক নষ্টের মূলে দায়ী ট্রুডো। এমন পরিস্থিতির মধ্যে শঙ্কায় আছেন কানাডায় বসবাসরত ভারতীয় শিক্ষার্থীদের পরিবার। এদিকে ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আলোচনা নিয়ে আসলো যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক টানাপোড়েন ভারত-কানাডা বাণিজ্যে প্রভাব ফেলবে

কূটনৈতিক টানাপোড়েন ভারত-কানাডা বাণিজ্যে প্রভাব ফেলবে

পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারে ভারত-কানাডার দীর্ঘদিনের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত প্রভাব ফেলবে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া শিক্ষা ক্ষেত্রে ভারত ও কানাডার মধ্যে শক্তিশালী অংশীদারত্বেও ছেদ পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক এখন যে পর্যায়ে পৌঁছেছে, তা স্বাভাবিক হতে সময় লাগবে অনেক দিন।