উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ভারতের সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই অভিবাসীর সংখ্যা কমিয়ে আনার ঘোষণা ট্রুডোর

ভারতের সঙ্গে দ্বন্দ্বের পাশাপাশি নিজ দলেই কোণঠাসা অবস্থার মধ্যে অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লক্ষ্যমাত্রা সীমিত করে, আগামী বছর থেকে এক লাখের বেশি বাসিন্দাকে স্থায়ী হতে দেবে না অটোয়া। যা নিয়ে শঙ্কা জনমনে।

উন্নত জীবনমান-বসবাসে স্বাধীনতা, উচ্চশিক্ষার জন্য বিশ্বে যে কয়টি দেশ বিশ্ববাসীর পছন্দের শীর্ষে তার মধ্যে অন্যতম কানাডা। অভিবাসীবান্ধব দেশটি এখন অভিবাসন ইস্যুতে কঠোর। বছরে ন্যূনতম পাঁচ লাখ বাসিন্দা স্থায়ী বসবাসের টিকিট বা পিআর পাওয়ার কথা থাকলেও তা ২০২৫ সালে ২১ শতাংশ হ্রাস করা হচ্ছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, আগামী বছর এক লাখের বেশি মানুষ কমিয়ে কেবল ৩ লাখ ৯৫ হাজার ব্যক্তিকে পিআর দেয়া হবে। ২০২৬ সালে আরও কমিয়ে তা হবে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৭ সালে ৩ লাখ ৬৫ হাজার। সব মিলিয়ে কানাডার পরিকল্পনা- ২০২৬ এর শেষ নাগাদ যেন অস্থায়ী বাসিন্দা- টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশ হয়।

ট্রুডো বলেন, 'এখন সময় স্বাস্থ্য খাত, আবাসন ও সামাজিক বিভিন্ন সেবা নিশ্চিত করার। যাতে আমরা আগামীতে আরও বেশি মানুষ আনতে পারি। আমাদের অভিবাসন নীতি সবসময়ই দায়িত্বশীল ও যথাযথ।'

জাস্টিন ট্রুডো এমন এক সময় এই ঘোষণা দিলেন যখন ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে। পাশাপাশি নিজ দল লিবারেল পার্টিতেও বিপাকে তিনি। ইতোমধ্যে তার দলের পার্লামেন্ট মেম্বাররা তাকে পদত্যাগের আল্টিমেটামও দিয়ে রেখেছেন। এই অবস্থায় বিরোধী নেতারাও এক হাত নিচ্ছেন সার্বিক অব্যবস্থাপনা নিয়ে।

কানাডার কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভ বলেন, 'অযৌক্তিক নীতির বিরোধিতা যারা করেছেন তাদের ট্রুডো বর্ণবাদী আখ্যা দিয়েছেন। সমস্যা পাকিয়ে এখন তিনি অভিবাসী কমাতে চলেছেন। তিনি বিশ্বের সেরা অভিবাসন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন।'

কানাডায় কয়েক লাখ বাংলাদেশির বসবাস। যাদের অনেকেই স্থায়ী নন এখনো। আছেন হাজার হাজার শিক্ষার্থীও। সরকারের এমন কঠোর নীতির কারণে তারাই সবচেয়ে বিপাকে পড়বেন।

আইআরবি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট মো. সিদ্দিকুর রহমান বলেন, 'সামনের বছরগুলোতে যারা অবশ্যই কানাডাতে স্টুডেন্ট হিসেবে আসতে চাই তারা অবশ্যই জেনে বুঝে আসবেন। আর কীভাবে আসলে টেম্পরারি থেকে পারমানেন্ট রেসিডেন্টে রূপান্তরিত হতে পারেন।'

পরিবর্তিত পরিস্থিতিতে চাকরি পেলেও স্থায়ী হওয়ার পথ কঠিন।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর