টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি মোটে ১ মাস। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যস্ত ভেন্যু নিরাপত্তার আলোচনায়। ভারতে ক্রিকেটার, সাংবাদিক আর দর্শকদের নিরাপত্তা ইস্যুতে আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে বসছে বিসিবি।
এর মধ্যেই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হয়ে তামিম ইকবাল বললেন, মুস্তাফিজ ইস্যুতে বিসিবির কর্মপদ্ধতিতে ত্রুটি আছে। তিনি জানালেন সিদ্ধান্ত গ্রহণের পথে তার মতও।
তামিম ইকবাল বলেন, ‘অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, সেটা হলো টাইম ব্যয় করা। মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘প্লেয়ারদের প্রিপারেশনে আনসার্টেইন্সি কেউই পছন্দ করেন না, আমি নিশ্চিত।’
চলমান বিপিএল নিয়েও সমালোচনা করলেন এবং বিস্ময় জানালেন চট্টগ্রামে খেলা না রাখায় সাবেক এ অধিনায়ক।
তামিম বলেন, ‘আমরা দেখছি, একটা মাঠেই টুর্নামেন্টটা চলছে। এটা আবারও আমার জন্য খুবই বিস্ময়ের। কারণ আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে যদি সবচেয়ে হাইস্কোরিং ম্যাচ হয়, সেটা চট্টগ্রামে। আর আপনি ভারত বা শ্রীলঙ্কা যেখানেই খেলেন, সেখানে হাইস্কোরিং ম্যাচই হয়ে থাকে। আপনি যেহেতু বিপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ধরছেন, আমি খুবিই আশ্চর্য যে, চট্টগ্রামে কেন খেলা হচ্ছে না।’
অবশ্য তামিমের ক্ষোভের শেষ এখানেই না। বিসিবি নির্বাচনকে অবৈধ উল্লেখ করে বললেন, কেবল সময়ই নষ্ট করে যাচ্ছে সংস্থাটি। সমালোচনা করলেন ঘরোয়া ক্রিকেটের আয়োজন নিয়েও।





