১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে রাজশাহীর দুই ওপেনার। আউট হওয়ার আগে তানজিদ তামিম করেন ২১ রান। যদিও নাজমুল হোসেন শান্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ১ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন রাজশাহীর অধিনায়ক।
৩৫ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম। এরপর তিন উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি রাজশাহীর। ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়ারিয়র্স।
আরও পড়ুন:
এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় নোয়াখালী। এ ম্যাচে শুরুটা ভালোই করেছিল নোয়াখালী। দলীয় ৫৭ রানের মাথায় আউট হন ওপেনার শাহাদাত, সৌম্য সরকারের ব্যাটে ফিরেছে রান। ৪৩ বলে সৌম্য করেছেন ৫৯ রান।
নির্ধানিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে নোয়াখালী। এবারের আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচের সবগুলোতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে এক্সপ্রেসরা।





