চোটের কারণে ছিটকে যাওয়া এভিন লুইসের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার অগাস্ট।
ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টে অভিষিক্ত খারি পিয়েরেও ফিরেছেন ওয়ানডে দলে। তৃতীয় স্পিনার হিসেবে গুদাকেশ মোতি ও রোস্টন চেজের সঙ্গে থাকছেন পিয়েরেও। চোট থেকে ওয়ানডে দলে ফিরেছেন ভারত টেস্ট মিস করা শামার জোসেফ।
আরও পড়ুন:
এদিকে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডসকে।
উল্লেখ্য, ১৮ অক্টোবর মিরপুরে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে শেষ দুই ম্যাচ। তবে ২৭ অক্টোবর শুরু হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে। শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩১ অক্টোবর।





