ভারত সিরিজের শেষ তিন টি-টোয়েন্টিতে ফিরতে পারবেন ম্যাক্সওয়েল!

অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল
অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল | ছবি: সংগৃহীত
0

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আগেই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে সে দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। তবে চোট কাটিয়ে শেষ তিন ম্যাচের স্কোয়াডে ফেরার আশা করছেন তিনি।

গত সপ্তাহে মাউন্ট মউঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে কব্জির চোটে পড়েন ম্যাক্সওয়েল। এরপর দ্রুত সেরে উঠতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন ৩৬ বছর বয়সী এ অজি তারকা।

আরও পড়ুন:

ভারত সিরিজে ফেরার আশা নিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন, অনুশীলনে ফিরে হাতের অবস্থা বুঝে তিনি সিদ্ধান্ত নেবেন। 

উল্লেখ্য, আগামী ২৯ ও ৩১ অক্টোবর ক্যানবেরা ও মেলবোর্নে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২, ৬ ও ৮ নভেম্বর।

এসএইচ