রাজশাহীর ক্রিকেটারদেরকে হোটেল ছাড়ার নির্দেশনা ম্যানেজমেন্টের

ক্রিকেট
এখন মাঠে
0

মাঠের ক্রিকেটে নয়, বিতর্ক থামছেই না দুর্বার রাজশাহীকে নিয়ে। এবার নতুন বিতর্কে ফ্র্যাঞ্চাইজিটি। প্লে-অফে খেলার সম্ভাবনা থাকলেও, ক্রিকেটারদেরকে টিম হোটেল ছাড়ার নির্দেশনা দিয়েছে ম্যানেজমেন্ট। যদিও পারিশ্রমিক না পাওয়ায় ক্রিকেটাররা তাতে আপত্তি জানিয়েছেন।

দুর্বার রাজশাহী, নাকি সীমালঙ্ঘনকারী, কোনো কিছুতেই যে থামানো যাচ্ছে না দলটার অনিয়ম আর প্রতারণা।

এতোদিন চেক জালিয়াতির পর এবার দলটার খেলোয়াড়দের জোরপূর্বক ছুটি দিয়ে হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছেন টিম ম্যানেজার।

বিপিএলে পারিশ্রমিক না পেয়েও দারুণ পারফর্ম করেছেন দলটির ক্রিকেটাররা। গ্রুপ পর্বে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৩ নম্বর স্থানে। সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাও আছে দলটির সামনে। তবে কি, চরম অর্থ সংকটেও দলের হয়ে ভালো করাটাই অপরাধ রাজশাহীর ক্রিকেটারদের?

নিয়মিত একাদশে খেলা দলটির এক ক্রিকেটারের অভিযোগ, বুধবার সকালে টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি হোটেল ছাড়ার নির্দেশ দেন দলটির ক্রিকেটারদের। পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত জোরপূর্বক ছুটির ঘোষণা দেন তিনি। তবে তাতে রাজি হয়নি দলটির ক্রিকেটাররা। পারিশ্রমিক না পেলে হোটেল ছাড়বে না বলে সাফ জানিয়ে দেন তারা।

খানিক বাদেই আসে নতুন নির্দেশনা। এ দফায় জানানো হয়, ঢাকার বাহিরে থেকে আসা ক্রিকেটাররা থাকতে পারবেন হোটেলে। তবে ঢাকা শহরে যাদের বাড়ি রয়েছে, তাদের ফিরে যেতে হবে নিজ নিজ বাড়িতে।

ম্যানেজমেন্টের এমন নির্দেশে বিপাকে পড়েছে দলটির ক্রিকেটাররা। এমন পাঁচ থেকে ছয় জন ক্রিকেটারের অভিযোগ এখনো ২৫% পারিশ্রমিকও হাতে পাননি তারা। এমন অবস্থায় হোটেল ছাড়াটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে ক্রিকেটারদের মনে।

এসএস