ক্রিকেট
এখন মাঠে
0

মুখোমুখি ঢাকা-সিলেট, সন্ধ্যায় চিটাগং-রাজশাহী

বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। আজ (সোমবার, ২০ জানুয়ারি) সন্ধ্যায় চিটাগং কিংসের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।

সিলেটে ব্যাক টু ব্যাক দুই জয় তুলে নিলেও চট্টগ্রামে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। সাত ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান তাদের।

টুর্নামেন্টে টিকে থাকতে হলে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের বিকল্প নেই জাকের আলী-তানজিম সাকিবদের। অন্যদিকে বরিশালের বিপক্ষে হারের পর দুর্বার রাজশাহীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া চিটাগং কিংস।

অবশ্য সাত ম্যাচে চার জয়ে প্লে অফের প্রতিযোগিতায় বেশ ভালোভাবেই আছে চট্টগ্রামের হোম টিম। তবে আট ম্যাচের পাঁচটিতেই হেরে বসা রাজশাহীর জন্য শেষ চারের সমীকরণ মেলানো বেশ কঠিন।

কারণ ম্যাচ হারলেই সেরা চারের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা।

এসএস