আযম খান বলেন, ‘এই মুহূর্তে জাতির সামনে একটাই এজেন্ডা— দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও দেশের সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন। এছাড়া এই মুহূর্তে জাতির আর কোনো এজেন্ডা নেই।’
তিনি বলেন, ‘সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে সাধারণ সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করবো। এর আগে যারা গণভোট চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চায়।’
তিনি আরও বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি নয়, গণভোট হতে পারে নির্বাচনের পর। যে নির্বাচিত সংসদ হবে, সেই নির্বাচিত সংসদে এ জুলাই সনদের যে দিকগুলো পাশ হয়েছে, যে দিকগুলো নিয়ে সবাই ঐকমত্য হয়েছি আমরা, সেই দিকগুলো ও এজেন্ডাগুলো পাশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সমগ্র জাতি সমর্থন করবে।’
আরও পড়ুন:
বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তোবা খুব সত্তরই বিএনপি তাদের মনোনয়ন পত্রিকার মধ্যে দিয়ে প্রকাশ করবে। সেটা যেকোনো সময় হতে পারে। এটা সুনিদিষ্টভাবে বলতে পারব না। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। একদিন না, পর্যায়ক্রমে এ তালিকা প্রকাশ হবে।’
বহিষ্কার হওয়া নেতাকর্মীদের সম্পর্কে তিনি বলেন, ‘যারা বহিস্কার অবস্থায় দলে কাজ করছে, তাদের ব্যাপারে দল নমনীয়। পর্যায়ক্রমে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হবে। তবে যারা দলে কাজ করছে না, এখনও যারা বিরোধিতাই করছে, তাদের ব্যাপারে দল নমনীয় হবে না।’
উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহআলম ভূইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।





