চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

নিহত জামাল উদ্দিন
নিহত জামাল উদ্দিন | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (শনিবার, ১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে লেলাং ইউপির ৪নং ওয়ার্ডের শাহনগর দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শাহনগর দিঘীরপাড় এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে জামালের মরদেহ পরে থাকতে দেখা যায়। তবে কী কারণে বা কারা গুলি করে জামালকে হত্যা করেছে তা জানা যায়নি।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।

এএম