আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শাহনগর দিঘীরপাড় এলাকায় গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে জামালের মরদেহ পরে থাকতে দেখা যায়। তবে কী কারণে বা কারা গুলি করে জামালকে হত্যা করেছে তা জানা যায়নি।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার ও আহতকে হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ।





