হাইপ্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া, মানসম্মত লিগ আয়োজনের দাবি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামাল ভূঁইয়া
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামাল ভূঁইয়া | ছবি: এখন টিভি
0

হামজা, শমিত সোম আসার পর দেশের মৃত প্রায় ফুটবলে প্রাণ ফিরে আসলেও খুব বেশি পরিবর্তন হয়নি দলের ফলাফলের। যে কারণে হ্যাভিয়ের ক্যাবরেরার পরিবর্তে হাইপ্রোফাইল কোচ চান জামাল ভূঁইয়া। আজ সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক। এদিকে দেশের ফুটবল উন্নয়নে মানসম্মত লিগ আয়োজনের দাবি জানান জামাল।

২০২২ সাল থেকে ২০২৫ সাল। দীর্ঘ চার বছর কোচের দায়িত্বে থাকা হ্যাভিয়ের ক্যাবরেরার সফলতার থেকে ব্যর্থতার রেকর্ডই বেশি। বিশেষ করে জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর সাফ চ্যাম্পিয়নসহ বিশ্বকাপ বাছাই, এশিয়ান কাপের বাছাইপর্বের কঠিন পথ পেরোতে ক্যাবরেরার কৌশল ছিল অসফল।

এর ওপর খেলোয়াড়দের সঙ্গে বনিবনা না হওয়ার গুঞ্জন ছিলো এ কোচের বিরুদ্ধে। একের পর এক সুযোগের সদ্ব্যবহার না করা ক্যাবরেরার এবার বিদায়ের ঘণ্টা বাজতে চলেছে। এরইমধ্যে দেশের বাইরের অনেক কোচের সিভিও জমা পড়েছে।

গুরুর পরিকল্পনা আর কৌশলে মাঠে খেলা খেলোয়াড়রা কি ভাবছেন। জামাল ভুঁইয়ার মতে জাতীয় দলে টিকে থাকতে খেলোয়াড়দের পারফরম্যান্স যেমন বিবেচিত হয় একইভাবে কোচের বিষয়ও হওয়া উচিত।

আরও পড়ুন:

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাক্সিমাম আমরা চাই হাইলেভেলের কোচ। কেননা আমরা যেভাবে এগোচ্ছি সেটা একজন হাই লেভেল কোচের জন্য খুবই সাধারণ। কিন্তু এন্ড অব দ্য ডে এটা প্লেয়ারদের না বাফুফের ডিসিশন।’

এদিকে দীর্ঘদিন ধরে দেশের ঘরোয়া ফুটবলে বিএফএল সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট হিসেবে পরিচিত হলেও এর মান এবং আয়োজন নিয়ে সবসময় প্রশ্নবিদ্ধ হয় বাফুফে। এবার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলা জামালের মতেও খেলোয়াড় তৈরিতে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করা উচিত বাফুফের।

তিনি বলেন, ‘ইন্ডিয়ার আইএসএলের মতো বাংলাদেশেও এমন একটা লীগ থাকতে পারে। যেখানে ঢাকার ‍দুই তিনটা দল থাকবে। অথবা সিলেট ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন এমন একটা প্রস্তাবনা আমরা দিয়েছি।’

মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের বাকি থাকা এক ম্যাচের সূচি পূর্ব নির্ধারণ রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। এর আগে র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকা দলের সঙ্গে খেলার কথা জানান এ ফুটবলার।

এএইচ