কারও চাওয়ায় তালিকা পরিবর্তন হয়নি, কমিশন মনে করেছে বলেই করেছে: ইসি সচিব

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ | ছবি: সংগৃহীত
1

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কোন দল কোন প্রতীক চেয়েছে, সে বিবেচনায় তালিকা সংশোধন করা হয়নি। ইসি মনে করেছে বলেই তালিকা হালনাগাদ করেছে। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) নির্বাচন কমিশনে নতুন প্রতীক তালিকা প্রকাশের পর ইসি সচিব এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার বিষয়ে ইসি সচিব বলেন, ‘বিরূপ মন্তব্যের বিবেচনায় প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে। ইসি মনে করেছে শাপলা রাখা যেতে পারে। এটা কারও দাবির প্রেক্ষিতে নয়। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কে চেয়েছে বা না চেয়েছে, ইসি মনে করেছে বলেই করেছে। শাপলা ও শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। কোনো দলের এটি নেয়া না নেয়ার বিষয়ে ইসি ভাবছে না। কমিশন যেটি মনে করছে, সেটিই করেছে।’

আরও পড়ুন:

প্রতীকের বিষয়ে এনসিপির বক্তব্যের প্রেক্ষিতে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘কোনো রাজনৈতিক দলের মন্তব্যের বিষয়ে জবাব দিতে চাই না। কমিশনের বিষয়ে নিরপেক্ষ থেকেই কাজ করছি।’

গণভোট ইস্যুতে ইসি সচিব বলে, ‘গণভোটের সিদ্ধান্ত হয়নি।’

এসময় তিনি জানান, নতুন দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায়ের তথ্য নিয়ে ইসি পর্যালোচনা করছেন। প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হবে।

এসএস